Wednesday, April 23, 2008

যুক্তাক্ষর: ল-এ থ

দেশ পত্রিকায় অনেক আগে ছাপা একটি বিজ্ঞাপনে একটি নতুন যুক্তহরফের দেখা মিলেছিল — হেল্থ। আবারও ল-এ থ। তবে যুক্তাক্ষরটি যে বাক্যে ব্যবহৃত হয়েছিল তা হাতে লেখা; কোনও ফন্টের অংশ নয়। তবুও তা যুক্তাক্ষরই এবং বিধিবহির্ভূত। বিদেশি শব্দ লিখতে গিয়ে হসন্ত বা হলন্তের একটু চিন্তিত ব্যবহার করলেই নতুন যুক্তাক্ষর তৈরি করতে হয় না। হেল্থ কেয়ার না লিখে হেল্‌থ বা হেল্‌থ্‌‌‌ (দুটি হসন্ত একটু কেমন যেন দেখায়) কেয়ার লিখলেও স্বাস্থ্য সেবা বা পরিষেবাতে কোন দোষ হয় না।

2 comments:

Tareq Nurul Hasan said...

আপনার ব্লগটি বাংলাইউনিকোড ব্লগে যুক্ত করতে পারলাম না। কোন একটা কারণে RSS ফীড খুঁজে পাচ্ছে না।
একটু দেখবেন?

Abu Jar M Akkas said...

http://bangalabhasha.blogspot.com/atom.xml বা http://bangalabhasha.blogspot.com/rss.xml

দিলে বোধ করি পাওয়া যাবে। একটু চেষ্ট করে দেখবেন। ধন্যবাদ।